হাছন রাজা চৌধুরীর গান

হাছন গীতিসমগ্র

আপন সাধন আমার হইলো না ।

আমার পাগলা মনে কি বুঝিলো আপনা সাধন কইলোনা ।।

আমার মাঝে কোনজন তারে খুজলোনা ।

ঠাকুর চান্দ যে ঘরের মাঝে তারে চেয়ে দেখলোনা ।।

ঘরে থাকতে ধর তারে গেলে পাবেনা ।

গেলে পরে সে যে আর ফিরিয়া আসবে না ।।

কি বুঝিয়া বসিয়া রইলে কেন ধরোনা ।

ঘর থাকিয়া বাহির হইলে খুজিয়া পাবেনা ।।

বুড়া হইলায় হাছন রাজা তেও কি বুঝোনা ।

ঘরে থাকতে ঠাকুর ধরো ছাড়িয়া দিয়ো না ।।

হাছন গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !