জালাল উদ্দিনের গান

জালাল গীতিসমগ্র
মন পাগল তুই যা বুঝিলে, তাই হবে তোর শেষ কালে
সত্য মিথ্যা আবোল তাবোল, কত কিছুই লোকে বলে ।।
ন্যায় অন্যায় করে বিচার, আপন মতে থাকো এবার
খাটিবেনা কারো অধিকার, আত্মশক্তি জেগে উঠলে ।।
যে সাক্ষী দিতেছে প্রাণে, সবই সত্য এই জীবনে
মিছে তবে কী কারণে, ভাবা গোনা হৃৎকমলে ।।
বিশ্বাস করে হও সাহসী, আপনি বাজবে ভাবের বাঁশি
কাজ নাহি আর মক্কা কাশী, ভেবে জালাল উদ্দিন বলে ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !