হইলি না তুই নবীজির অধীন,
মন কারে তুই দিবি জামিন ।
এমন দয়াল নবী, কোরআনে যাহার খুবি,
বলিয়াছেন আরশেল আজিম
নবীর প্রেমে মত্ত হইয়ারে মন
মজিয়া থাকো রাত্রদিন ।।
নবীজির তরিক ধরি
বাইয়া যাও মন নামের তরী
বেহেশতে জায়গা হইবে
স্বাধীন আরশ কুরস লওহ
কলব রে মন যার নূরে হইলো সৃজন ।।
কবর হাসর পুলসিরাতে,
কেমনে পার হবে তাতে
বড় নিদান জানিও সেই দিন ।
নবী যারে করবে দয়া রে মন,
তইরে যাবে হইলে হীন ।।
আল্লা যেদিন কাজী হবে, হিসাব কেতাব লবে
কড়া ও ক্রান্তি কাগ তিল,
নবীজি সামনে খাড়া রে মন
হুজুরে থাকবেন আমিন ।।
নবী যদি না হইতো, কিছু পয়দা না করিতো,
না হইতো আসমান আর যমীন ।
কালাশায় কয় সার্থক জীবন রে মন,
যে মানিয়াছে নবীর দ্বীন ।।
No comments:
Post a Comment
Your comments make me happy !