দুর্বিন সাঁই রচিত গান

দুর্বিন গীতিসমগ্র
কুদরতেতে করিম সোবাহান
সংসারে জীবগণ তোমারই সৃজন
করতেছো পালন হইয়া নিগাহবান ।।
ত্রিমহীমন্ডলে জীবগণ দলে দলে
সৃজন করিয়া দিলে দেখিতে শান
আকাশ পাতাল নদী ত্রিভুবনাদি
সৃজিয়াছো যত পাহাড় ও ময়দান ।।
আদম হাওয়া বানাইলা বেহেশতে রাখিয়া
ফেরেস্তা ডাকিয়া করিলেন প্রমাণ
পাপময় মকরম নাহি মানে হুকুম
ঘৃনার সাথে নাম রাখিলেন শয়তান ।।
তোমারই ছলনায় গন্দম খাওয়ায়
পাঠাইলেন দুনিয়ায় হইয়া মেহেরবান
ইউনুস মাছের ভিতর, ইব্রাহিম অগ্নি পর
মুসারে কুহেতুরে করিলা ত্রাণ ।।
শ্রেষ্ঠ নূর মোহাম্মদ, মহিমার নাই হদ
আসিলেন দুনিয়ায় সঙ্গে কোরাণ
ওই নবীর উসিলায় উম্মতে তরায়
দুর্বিন শা খেলা দেখে পেরেশান ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !