রমণ কীর্তনীয়ার গান

রাধারমণ গীতিসমগ্র
আমার মন রে এবার ভবে কেন না আসিলে
গুরুর পদে রতি না হইলো মতি তুমি ধইরাছো কুরীতি মনরে ।।
আসিয়া মনুষ্য কুলে কেন মনে রইলায় ভুইলে
তুমি ভবেতে আসিয়া গুরু না ভজিয়া তুমি পথে মজিলায় ।।
গুরুর চরণ অমূল্যধন চিনলায় না রে অজ্ঞান মন
গুরু কেমন ধন করলায় নারে যতন তুমি হেলায় হারাইলায় রতন ।।
তুমি রইলায় ঘুমের ঘোরে চোর হামাইলো তোমার ঘরে
তোমার স্ত্রীপুত্রধন কেহ নয় আপন কেবল নিশার স্বপন ।।
দেখিয়া মাকাল ফলে কেন মন রইলায় ভুইলে
ভাইবে রাধারমণ করে নিবেদন তোমরা থাইকো সচেতন ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !