জালালের গান

জালাল গীতিসমগ্র
জীবনে কি তোমায় কভু, চেয়েছিলাম একটি বার ?
দেখাইতে মহিমা নাহি যার সীমা
সৃজিলে প্রতিমা অতি চমৎকার ।।
কি বা স্বর্গ নরক, বেহেশতো দোজখ
কে বিচারক, কিসেরি আবার ?
কিছুই জানিনা, কারেও মানি না
তুমি যে আমারই, আমি যে তোমার ।।
তোমারই আগমন, আমারই জাগরণ
জীবন মরণ সকলই তোমার ।।
হাসি কাদি নাচি গাই, পুলকে বেড়াই
কইতে কথা শেষ নাই, রহস্য অপার ।।
কোলে নিয়ে আছো কোলে, পড়ে আছি ভুলে
ভাবিয়ে দেখি মূলে, ঘুচায়ে আঁধার
তুমি উপর কিম্বা নীচে, আগে নইলে পিছে
এসব কথা মিছে, স্বরুপ সংসার ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !