দুর্বিন শাহ ফকীরের গান

দুর্বিন গীতিসমগ্র 
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম ॥
আলহামদুতে স্মরণ প্রভু নিরঞ্জন
সৃজন-পালন-মারন হয় যার কাম ॥
আহাম্মদে মীম জুদা, দোস্ত যারে বলে খোদা
দুরুদ সালাম তিনির পদে ভেজিলাম।
আবুবকর হজরত আলি ওমর ওসমান গনি
চারি আসহাবেরি পরে হাজার সালাম ॥
ফাতেমা জহুরা বিবি, বাপ যার নূর নবী
বেহেশতের গুলজার বাতি, দুই ভাই ইমাম ।।
আদম হইতে ঈসা নবী, সকলের চরণ সেবি
পীর আউলিয়া গাউস কুতুব যতেক ইসলাম ।।
বড় পীরের চরণে, সালাম দেই অধীনে
খাজা মঈনুদ্দীনের পদে সালাম ভেজিলাম ।।
শাহজালালের পদে সালাম দেই বিশদে
ওস্তাদেরই চরণখানা স্মরণে নিলাম ।।
মাতা পিতার চরণ করিনু স্মরণ
তিনশত দশদিন যার গর্ভেতে ছিলাম ।।
ছোটো বড় শ্রোতাগণ সভাতে আগমন
আসসালামু আলাইকুম সবায় জানাইলাম ।।
দুর্বিন শার মিনতি, জেনে মোর মতি
মাফ করিবেন ভুলভ্রান্তি ইতি যে দিলাম ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !