লালন গীতি

লালন গীতিসমগ্র
অধরাকে ধরতে পারি কইগো তারে তার ।
আত্মারুপে চলে ফিরে মানুষ মারা কলের উপর ।।
প্রেমগঞ্জের রসিক যারা কামগঞ্জে ভুল
কামে থেকে ধরতে পারে তরঙ্গের কুল
এ পারেতে বসে দেখি ঐ পারেতে মূল
মানুষ মারি মানুষ ধরি মানুষ খবরদার ।।
শূণ্যের উপরে ধুনক ধরা বেজায় বিষম ফল
ছলকে পলকে হেলে পড়ে অ্যায়সা মজার কল
ক্ষণেক ধরা ক্ষণেক অধর পথ ছাড়া অপথে চল
ক্ষণেই নিরাকার মানুষ ক্ষণেই আকার ।।
ও সে আবার ভাঙা যন্ত্র বাজে ঠসঠস
পাকে পাকে তার ছিড়ে যায় করে খসখস
সিরাজ সাঁই কয় বাজেনা ভাঙ্গা বাঁশ
লালনরে তোর কেবল দৌড়াদৌড়ি সার ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !