জালাল উদ্দিন খাঁর গান

জালাল গীতিসমগ্র

 আমার আমার কে কয় কারে, ভাবতে গেলো চিরকাল

আমি আদি আমি অন্ত, আমার নামটি রুহুজ্জামাল ।।

আমারই এশকের তুফান, আমার লাগি হয় পেরেশান

আবাদ করলাম সারা জাহান, আবুল বাশার বিন্দু জালাল ।।

আমিময় অনন্ত বিশ্ব, আমি বাতেন আমি দৃশ্য

আমি আমার গুরু শিষ্য, ইহকাল কি পরকাল ।।

আমার লাগি আমি খাড়া, আমার স্বভাব হয় অধরা

আমি জিতা আমিই মরা, আমার নাহি তাল বেতাল ।।

আমি লাইলি আমি মজনু, আমার ভাবনায় কাষ্ঠতনু

আমি ইউসুফ মুই জোলেখা, শিরি ফরহাদ কেদে বেহাল ।।

আমি রুমের মওলানা, শামস তাবরেজের দেওয়ানা

জুমলে আলম মোর শাহানা, খাজা সুলতান শাহ জালাল ।।

আমার বান্ধা কারাগারে, আমিই বদ্ধ অন্ধকারে

মনের কথা বলবোনা রে, কেদে কহে দীন জালাল ।।

জালাল গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !