সাধন ভজন পারবোনা আর, মনটা যদি ঠিক না হবে
উপর হতে নীচই ভালো, পড়ে আছি খুব নীরবে ।।
আমি একটা জেতা মরা, পঞ্চভূতে দেহ গড়া
মধ্যে একটা বাতাস ভরা, তার কি আবার হিসাব লবে ?
নিতে গেলে ভাব কান্তি, দুঃখ বিনে আর নাহি শান্তি
লোকসান ভিন্ন কড়া ক্রান্তি, স্বার্থ কে পেয়েছে কবে ।।
পারো যদি মোরে টেনে নিতে, মনটাকে ঠিক করে দিতে
জালাল কয় তোর নাম জপিতে, কোনো মতে পারি তবে ।।
No comments:
Post a Comment
Your comments make me happy !