জালাল উদ্দিনের গান

জালাল গীতিসমগ্র
অনেক দিনের পাগল আমি, ঘুরে বেড়াই তার তালাশে
শতকে একটা সত্য কথা, শুনলে আবার মরায় হাসে ।।
হাটি পিছন দিকে চাইয়ে, শুকনাতে যাই তরী বাইয়ে ।
পেট ভরে তিনবেলা খাইয়ে, দিনটা কাটাই উপবাসে ।।
রাজা বাদশা উজির নাজির, সবাই মোর খেদমতে হাজির
জরু-লাড়কা মন বাবাজির, তখতো আমার জলে ভাসে ।।
দালানকোঠায় মানুষ নাই, বনজঙ্গলে গেছে সবাই
পুড়ে যদি হইতাম ছাই, উড়ে যাইতাম ঐ আকাশে ।।
দুনিয়ার সব আমার গড়া, পৃথিবী মোর পেটে ভরা
মরবো বলে জেতা মরা, গোর খুদতেছি বাতাসে ।।
জালালে কয় ওরে বেটা, তোর মতো আর ভালো কেটা
চিনতে লাগে বিষম ল্যাঠা, কেবলমাত্র অবিশ্বাসে ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !