দুর্বিন সাঁইয়ের গান

দুর্বিন গীতিসমগ্র
ওহে প্রভু বিশ্বপতি
নিজ গুণে দাও হে মুক্তি
রাখো হে মিনতি রাঙা পায় ।।
তৌরিত জবুর কোরান, বাইবেল বেদ পুরাণ
কত বা প্রমাণ কত বা জায়গায়
পাপীতাপী কতজন তব নাম করে স্মরণ
পাইলো মুক্তি তোমারই কৃপায়
তুমি হে করুণাসিন্ধু, পাপীতাপীর দীনবন্ধু
নিজগুণে তরাইয়ো আমায় ।।
নুহু নবী ঘোর তুফানে, বাঁচাইলে নিজ গুণে
উদ্ধারিলে বিষম বন্যায়
ইউনুস নবী পয়গম্বরে, থাকিয়া মাছের ভিতরে
তব নাম জপিলো সর্বদায়
তোমারই করুণার ফলে মাছের পেটে বাঁচাইলে
উদ্ধারিয়া রাখিলে আড়ায় ।।
ইব্রাহিম খলিলেরে, অগ্নিকুন্ডের ভিতরে
সালামতে রাখিলে তাহায়
নিদ্রাতে স্বপনে জানি, বেটাকে দিতে কুরবানি
সঙ্গে নিয়া ময়দানে যায়
ছুরির নীচে ইসমাইলে, বাঁচাইলে করুণার ফলে
এত দয়া রাখো হে বান্দায় ।।
ইউসুফেরে কুয়া হইতে, উঠাইলে বণিকের হাতে
মিশরে পাঠাইলে শেষ বেলায়
মিশরেতে রাজ্য দিয়া, বৃদ্ধকে যুবা সাজাইয়া
অবশেষে পাইলো জুলেখায়
কাঁদিয়া আশি বৎসর ময়দানে রাস্তারই উপর
শুভমিলন হইলো দুই জনায় ।।
আদম হাওয়া বেহেশত হইতে, পাঠাইলেন দুনিয়াতে
দুইজন রাখিলে দুই জায়গায়
চারশো বৎসর কান্দাইয়া গুনাহ হতে মুক্তি দিয়া
মানবচিহ্ন রাখিলেন ধরায়
দুর্বিন শা দীনহীন, রাঙা চরণ পাইতে একদিন
চাতক যেন মেঘেরই আশায় ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !