জালাল পাগলের গান

জালাল গীতিসমগ্র
সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া
দিবা অবসানে যাবো চলে ।।
মেঘেতে বিদ্যুৎ মেশে চুম্বকের মতন
আকাশ পানে করো যদি লোষ্ট্র নিক্ষেপন
স্থান না পেয়ে সেথায় তখন
ফিরে আসে ধরাতলে ।।
সাগরের জল বাস্প হইয়া ওঠে অবিরত
পাহাড় নাইয়ে নদী বইয়ে তাতেই পরিণত
এই ভাবেতেই হবে যত
সৃষ্টি স্থিতি লয় সকলে ।।
ভালো মন্দ দোষ গুণ আধারে ধরায়
ভুজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায়
কাকের বাসায় কোকিলের ছায়
জাত বুলি তার আপনি বলে ।।
যাহার যেমন মনে ধরে বল আমারে
পাছের ভয় কি জালাল উদ্দিন রাখে সংসারে ?
জীবের নামে শিব সাকারে ঘুরে বেড়াই কর্মফলে ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !