দেওয়ান হাছন রাজা চৌধুরীর গান

হাছন গীতিসমগ্র
আইলো রে আইলো রে বন্ধু কোলে আইলো রে
আরে চান্দমুখ দেখিয়া হাছন রাজা পাগল হইলো রে ।।
তারা জিনি দুইটি আঁখি, সূর্য যিনি অঙ্গ ।
হাছন রাজা দেখিয়ে বলে ছাড়বোনা তোর সঙ্গ রে ।।
নূরেরি পুতলা বন্ধু দিনে পূর্ণ শশী ।
দেখামাত্র হাছন রাজা হইলো উদাসী রে ।।
কি কবো রুপের শোভা ঝলমল ঝলমল করে ।
চাইতে চাইতে রুপে কত রঙ ধরে রে ।।
দেখিয়া রুপের বাহার আঞ্জা করিয়া ধরে ।
হাছন রাজা বলে আর কি ছাড়িয়া দিবো তোরে ।।
হাছন রাজা কোলে লইয়া বুচা দেয় গালে ।
প্রেমতরঙ্গে হাছন রাজা নাচে ফালে ফালে রে ।।
ফালায় ফালায় হাছন রাজা আর দেয় লম্ফ ।
দেশের লোকের সকলেরই দেখিয়া উঠিলো কম্প রে ।।\nহাছন রাজার ফাল দেখিয়া লোকের হইলো ভয় ।
পাগল হাছন রাজা বলিয়া সর্বলোকে কয় ।।
হাছন রাজা প্রাণবন্ধুরে কোলে লইয়াছে ।
নাচিবো আজিবন ভরিয়া যতদিন বাঁচি রে ।।
হাছন রাজা বন্ধু ছাড়া থাকবোই নারে আর ।
মনের জিঞ্জির দিয়া বান্ধছে চরণে তাহার রে ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !