কালা শাহ এর গান

কালাশা গীতিসমগ্র
অসীম গুণের গুণী তুমি, লুকাও কি কারণ ।
অনাথের বন্ধু, কোথায় তোমার রাজ সিংহাসন ।।
নিত্যই নিঃশ্বাসে খেলা করো সর্বক্ষণ,
সাকার কি নিরাকার তুমি, কে করবে ওজন ।।
ছিরিপুর নছিরার হাটে লাগাইছো কীর্তণ,
কী সন্ধানে করো খেলা বান্ধিয়া পবন ।।
উপর তলায় নাটমন্দিরে প্রেম বিতরণ,
চতুর্পাশে বসিয়াছে সব সিদ্ধাগণ ।।
অধম কালাশায় বলে, আমি কুজন,
আমি কুজনে কি রাখতে পারি সুজন বন্ধের মন ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !