বন্ধু বিনে বাঁচে না জীবন - কালা শাহ

কালাশা গীতিসমগ্র
বন্ধু বিনে বাঁচে না জীবন,
সখী বল কি করি এখন ।।
(সখী গো) চান্দরূপ দেখাইলো,
আমারে পরানে মাইলো গো
আমারে পরানে মাইলো গো সখী
সে মইলোনা কি কারণ ।।
সখী গো কি জাদূ করিলো মোরে
রইতে না পারি ঘরে গো
চমকিয়া চমকিয়া উঠে মনে গো
সখী সদাই থাকি উচাটন ।।
সখী গো সোনা বন্ধের প্রেম কেছা,
সোনাতে সোহাগা মেশা গো
দুগ্ধ ছাড়া ঘৃত ননী গো সখি
ঘৃত ছাড়া হয় মাখন ।।
সখি গো কালাশারই এই বাসনা,
বন্ধু বিনে প্রাণ বাঁচে না গো,
পাইতাম যদি প্রাণ বন্ধুরে গো,
সখি কইতাম দুঃখের বিবরণ ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !