জালাল উদ্দিনের গান

জালাল গীতিসমগ্র
স্বভাবে সাকার, মানুষ আকার
অভাবেতে অবশিষ্ট থাকবে নিরঞ্জন ।।
শব্দ গন্ধ স্পর্শ আদি, রুপ রস তার
চতুর্বিংশ তত্ব নিয়ে গঠিত সংসার
অহম জ্ঞানে আমার আমার, ভোগবিলাসে লিপ্ত অনুক্ষণ ।।
মহাপ্রাণের অঙ্গ হতে পরমাণু হয়ে
খণ্ডভাবে বিরাজে প্রাণ সকল হৃদয়ে
প্রাণ টানে তাই সব সময়ে, নাম নিলে তার জুড়ায় জীবন ।।
জীবত্বে ফুটিবে যখন সোহহং ব্রহ্ম ভাব
বিশ্বপ্রেমের ভাণ্ডারেতে হবে প্রীতিলাভ
চায়না তখন কোরন কেতাব, স্বপ্ন রাজ্যের সিংহাসন ।।
আমিত্ব আরোপ করি দেহধারী জীব
কর্ম ভেদে নাম ধরেছে ব্রহ্মা বিষ্ণু শিব
কেহ ধনী কেহ গরীব, যোগ বিয়োগ আর ভাগপূরণ ।।
জালালে কয় চিন্তা করে, বুঝিবো আর কত
অবহেলায় দিন যে আমার হয়ে গেলো গত
আসল কাজে হইনা রত, কাঁচা মাটির করছি যতন ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !