অনাথেরই নাথ বন্ধু, প্রাণবন্ধু কালা সোনা,
তুমি কি আমার বেদন জানো না ।।
থাকো তুমি বম্বপুরে, জানি না সে কত দূরে,
রাস্তার আমি পাইনা ঠিকানা ।
করি আমি হায়রে হায়, না দেখলে কি প্রাণ জুড়ায়,
তুমি ছাড়া আমি যে বেপানা ।।
থাকো তুমি বহুদূরে, কুরআনেতে কই হুজুরে ।
মাইনে তার আছে সবের জানা,
শা রগ হইতে নছদীগ রউ, বিনা মুখে কথা কউ,
আক্কলে না ধরে তোমার কুদরতেরই কারখানা ।।
তোমার জাতের সঙ্গে যে মিশশাছে, ভবসিন্ধু পার হইয়াছে,
তারে করছো তোমারই আলনা ।
একশো একটা খুন করিয়া, এক খুনের আজুরা দিয়া
নিজাম উদ্দিন হয় আউলিয়া, জগতে যার রোওশনা ।।
কাফ, লাম, শিন জব্বরে, জবর দিলে সারে ।
নামের পাখি হাওয়ায় ওড়ে, যোগ সাধিয়া দেখ না ।।
No comments:
Post a Comment
Your comments make me happy !