দিলের খবর জানে খোদা - জালাল উদ্দিন

জালাল গীতিসমগ্র
দিলের খবর জানে খোদা, জানে রুহু ইনসানি
কেউরে করাও ধরম করম, আমায় করাও শয়তানী ।।
কালবে রুহু, গায়েবে খোদা, মোকাম মঞ্জিল মাহমুদা
ধ্যানে দিদার নুরুল হুদা, জাল্লে জালাল নূরানী ।।
সেই দেশেতে কর দাখিল, চাইনা তোর দরবেশী হাসিল
খুলে দাও কপাটের খিল, ফুল ফুটায়ে আসমানী ।।
নীল আকাশে থরে থরে, মেঘ ছুটে যায় বায়ু ভরে
তাজাল্লি শান তার উপরে, আরশে আলা রব্বানী ।।
বেহেশতো খানায় যাবোনা আর, পুলছেরাত না হবো পার
চাই তোমারই হুব্বে দিদার, এশকে মওলার দেওয়ানী ।।
যে পিরিতে দেওয়ান হাফেজ, গাওছুল আজম শামস তাবরেজ
শরাতে হয় মনসুর খারেজ, শূলেতে যার কোরবানী ।।
সেই বাতাস লাগাওহে অঙ্গে, জালাল উদ্দিন তোমার সঙ্গে
নাচিয়ে গাইতো প্রেম তরঙ্গে, যেখানে পীর জিলানী ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !