আপনার আপনি চিনিনে ।
দ্বীন জনের উপর যার নাম অধর তারে চিনবো কেমনে ।।
আপনারে চিনতাম যদি মিলতো অটল চরণ বিধি ।
মানুষের করণ হতো সিদ্ধি শুনি আগম পুরাণে ।।
কর্তারুপে রুপের নাই অন্বেষণ নইলে কি হয় রুপ নিরুপণ ।
আপ্তবাক্যে পায় সে আদিধরণ সহজ সাধক জনে ।।
দিব্যাজ্ঞানী যেজন হলো নিজতত্বে নিরঞ্জন পেলো ।
সিরাজ সাঁই কয় লালন রলো জন্মান্ধ মনগুণে ।।
No comments:
Post a Comment
Your comments make me happy !