প্রভু তুমি আছো কোথায় - জালাল উদ্দিন

জালাল গীতিসমগ্র
প্রভু তুমি আছো কোথায়, আমি কি তার খবর জানি
থাকতে নাহি পেলেম সন্ধান, দিলে কতই পেরেশানী ।।
যত শাস্ত্র প্রমানে কয়, আছো তুমি বিশ্বময়
সৃষ্টি আর স্থিতি লয়, সকল কর্মে তুই করণী ।।
ধরিয়ে অসংখ্য আকার, নাম ধরেছো সাঁই নিরাকার
কইবো কি মহিমা তোমার, কখন আগুন কখন পানি ।।
মাটির দেহ মরলে পরে, মাটি হইয়ে যায় কবরে
আমি তুমি থাকবো পড়ে, হইয়ে রুহু ইনসানী ।।
এখনও রয়েছি তেমন, উপরে একজন নীচে একজন
ব্যাকুল হয়ে সারা জীবন, দমের ঘরে টানাটানি ।।
জালালে কয় বিচার করে, প্রভেদ নাহি পরস্পরে
কার বিচার কে বা করে, যা হতেছে সব এখনি ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !