প্রকাশে মানব ছবি, গুপ্ত নিরঞ্জন
খোদা তুই গোপনের গোপন ।।
রয়েছো কৌশল করে, ফেলিয়া ভুলের ফেরে
যোগী ঋষি সাধন করে, পায়না নিশ্চয় নিরুপণ ।।
মিছরির মধ্যে মিঠা থাকে, জানে সব জগতের লোকে
মিছরি সবেই চক্ষে দেখে, মিঠার হয়না দরশন ।।
বৃক্ষে যখন ফল ধরে, বিচি থাকে তার ভিতরে
অঙ্কুরে আকৃতি লয়ে, গাছের আগায় বৃক্ষ সৃজন ।।
জীব সমষ্টি তেমনি মায়ায়, হাসে কাঁদে নাচে গায়
বিকাশিতে মাতা পিতায়, হয়েছিলো প্রেমাকর্ষণ ।।
তোমার লীলা বোঝা যায়না, আমি নাহি তুমি বিনা
সকলই তোমার বাহানা, আমি কেবল কথার কথন ।।
ধরাতে অধরা হয়ে, খেলছো সদাই আমায় লয়ে
জালাল উদ্দিন গেলো কয়ে, তুমি নিদ্রা আমি স্বপন ।।
No comments:
Post a Comment
Your comments make me happy !