এ সংসারে দেখতে পাই - কালা শাহ

কালাশা গীতিসমগ্র
এ সংসারে দেখতে পাই, মান্য গণ্য কিছু নাই
হুক্কা লইয়া কাড়াকাড়ি বাপে-পুতে-ভাই ।।
ইসলামেরই ধর্মকর্ম, জানেনা এসব মর্ম
খালি জানে ঝগড়া আর লড়াই ।
খেয়ে পিয়ে আরামেতে বাপে পুতে আনন্দিত
লাউ ডুবকি সেতার দোতার, বাজনার সীমা নাই ।।
দেখরে জমানার হাল, যারে আল্লায় দিছেন মাল
গরীবেরও না করে ভালাই ।
হামেশা দুষমনি করে, গরীবে দেখিতে নারে
জাগা-জমি ছাড়াইয়া দেশে না দেয় ঠাই ।।
কলেমা নামাজ রোজা, হজ্জ যাকাতে ঈমান তাজা
মালদার হইলে যাকাত দেওয়া চাই ।
যে জন মালদার হবে, গরীবেরে পানা দিবে
দুনিয়া হামেশা কারো কভু রবে নাই ।।
এই জমানার কারবার, দেখিয়া ধন্দ কালাশার
দেখিয়া আমি হইয়াছি লাচার ।
মা বাপ, ওস্তাদ পীর, খেদমতে মন হয়না স্থির
আখেরে কি গতি হবে জানেন পাক সাঁই ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !