মনোমোহন গীতিসমগ্র
শোন তোরে কই মনোমোহন ।
তুই তিক্ত রসে লিপ্ত হলি ভুলে সুধার আস্বাদন ।।
জন্মাবধি করে এত, শিখলিনা তুই শেখার মত
মন হলিনা মনের মত, আর কত ঘুরাবি মন ।।
সামান্য ধন পাবার আশে, ঘুরলি কেবল হুশ বেহুশে
নিধন কালে সে ধন কি তোর, ধনের কাম দিবে রে কখন ।।
সাধ করে পেতে বিছানা, পুষেছো এক বাঘের ছানা
সে যে রক্ত খেয়ে শক্ত হয়ে, নিলো তক্ত সিংহাসন ।
ফচকা বাঁধের হেচকা টানে, মন আমার ঠেকেছো প্রাণে
বুঝলিনা তুই দিন যে গণে, দিন দুনিয়ার মহাজন ।
মন তোমার স্বভাব দোষে, আমি আমার মন মানুষে
পারলেমনা রে রাখতে হুশে, করতে পূজা মনের মতন ।
কই আমি মন তোমার কাছে, এখনও তোর সময় আছে
ঠিক থাকিস তুই আগে পাছে, ঠিক রাখিস গুরুর চরণ ।।
মনোমোহন গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !