আপনার আপনিরে মন না জানে ঠিকানা

লালন গীতিসমগ্র
আপনার আপনিরে মন না জানে ঠিকানা ।
পরের অন্তর কোটি সদুদ্দুর কীসে যায়রে জানা ।।
আত্মা ও পরমেশ্বর গুরুরুপে অটল বিহার দ্বিদলে বারামখানা ।
শতদল সহস্রদলে অনন্ত সাঁইয়ের করুণা ।।
কেশের আড়াতে যৈছে পাহাড় লুকায়ে আছে দরশন হলোনা ।
হেট নয়ন যার নিকটে তার সিদ্ধি হয় কামনা ।।
সিরাজ সাঁই বলেরে লালন গুরুপদে ডুবেরে মন আত্মার ভেদ জানলে না ।
জীবাত্মা পরমাত্মা ভিন্ন ভেদ জেনো না ।।
লালন গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !