শোনো দুঃখ কালাশার, মালমাত্তা বেশুমার

কালাশা গীতিসমগ্র
শোনো দুঃখ কালাশার, মালমাত্তা বেশুমার
কাম নদীতে ডুবাইলাম না জানিয়া সাঁতার ।।
যাইয়োনা সে নদীর ধারে, ডুবলে দোষ আর দিবে কারে
তোমরা সবও হও হুশিয়ার ।
নদীতে নামিবে যবে, জানে প্রাণে মারা যাবে,
কাম কুম্ভিরে ধরিয়া তরে চুষিয়া খাবে সার ।।
সেই নদীর তরঙ্গ ভারী, গুরুশিক্ষা ধর পাড়ি
যদি যাইতে চাও সেই পার ।
শ্রীগুরু কাণ্ডারী কর, অনায়াসে পাড়ি ধর
কাম কুম্ভীরে দেখলে নোয়াইবো ঘাড় ।।
মণিপুরে দিয়া তালা, ত্রিপুন্নিতে কর খেলা,
মদনগঞ্জে মিলিবো পশার ।
সেই সে পশার চুরি করিতো কি পারে নারী
গুরুধনের কৃপাগুণে রইলো কালাশার ।।
কালাশা গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !