মনোমোহন গীতিসমগ্র
কেন রে ব্যাকুল মন ঘুরে ফেরো নিরবধি ।
দেখ রে হৃদয়ধামে রয়েছে পরম নিধি ।।
কারণবারি আঘাতে ছুটিলো আলো জগতে
সে কিরণধারা হতে ফুটিলো জীব জলধি ।
বিন্দু বল পেয়ে নর হইতে চাহে অমর
ভ্রম কিম্বা আছে তার, আদি অন্ত এক বিধি ।
জ্ঞান অনুকূল কার্য্য, হৃদয়ধামে আছে রাজ্য
কর্মেতে লভিলো বাহ্য, হইলো মন সমাধি ।।
মনোমোহন গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !