আপন মনে যার গরল মাখা থাকে

লালন গীতিসমগ্র
আপন মনে যার গরল মাখা থাকে ।
যেখানে যায় সুধার আশায় তথায় গরলই দেখে ।।
কীর্তিকর্মার কীর্তি অথৈ যে যা ভাবে তাই দেখতে পায় ।
গরল বলে কারে দোষাই ঠিক পড়েনা ঠিকে ।।
মনের গরল যাবে যখন সুধাময় সব দেখবে তখন ।
পরশিলে এড়াবি শমন নইলে পড়বি পাঁকে ।।
রামদাস মুচির মন সরলে চামকাটোয়ার গঙ্গা মেলে ।
সিরাজ সাঁই লালনকে বলে আর কী বলবো তোকে ।।
লালন গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !