লালন গীতিসমগ্র
আপন আপন চিনেছে যেজন ।
দেখতে পাবে সেই রুপেরই কিরণ ।।
সেই আপন আপন রুপ সে বা কোন স্বরুপ ।
স্বরুপেরই সেই রুপ জানিও করণ ।।
সেই আপনা মোকাম জেনে প্রধান যে জানে সেই মোকামের সন্ধান ।
করে মোকামেরই সাধন উজালা তার দেহভুবন ।।
সেই ঘরের অন্বেষণ জানে যেজন ঘরের মধ্যে আছে লতিফা ছয়জন ।
ঘরে আছে পাক পাঞ্জাতন ওরে পঞ্চজন আত্মায় আত্মায় করে ভজন ।।
সেই রসিকের মন রসেতে মগন সেই রুপরসেতে যেজন দিয়েছো নয়ন ।
ফকীর লালন কয় আমি আমাতে হারাই আমি বিনে আমার সকল অকারণ ।।
লালন গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !