লালন গীতিসমগ্র
আপন মনের গুণে সকলই হয় ।
পিড়েয় পায় পেড়োর খবর কেউ দূরে যায় ।।
মুসলমানের মক্কাতে মন হিন্দু করে কাশী ভ্রমণ ।
মনের মধ্যে অমূল্য ধন কে ঘুরে বেড়ায় ।।
রামদাস রামদাস বলে জাতে সে মুচির ছেলে ।
গঙ্গা মাকে হেরে নিলে চাম কেটোয়ায় ।।
জাতে সে জোলা কবীর উড়িষ্যায় তাহার জাহির ।
বারো জাত তারি হাড়ির তুড়ানি খায় ।।
কতজন ঘর ছেড়ে জঙ্গলে বাধে কুড়ে ।
লালন কয় রিপু ছেড়ে সে যাবে কোথায় ।।
লালন গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !