এশকো ছাড়া কোন চিজ পয়দা হইলো রে ভাই দুনিয়ায়

কালাশা গীতিসমগ্র
এশকো ছাড়া কোন চিজ পয়দা হইলো রে ভাই দুনিয়ায় ।
আশকী কি ধন নাই চিনে পরের গীবত সদায় গায় ।।
এশকো মোহাব্বাত নাহি যার, অসারের জিন্দেগী তার ।
পশুর মত কারবার, বিফলে জিন্দেগী যায় ।।
আলেম-ওলামা শত শত, ওয়াজ নসিহত করে কত ।
হইলোনা তার মন রত অজম্ভূতের মত হায় ।।
মজাজি আশিক জার, হইবে ভাই গ্রেপ্তার ।
এশকো সাদেক না হইলে জাহান্নামে যাবে হায় ।।
অধম কালাশায় বলে, জান শরীফ শার চরণ তলে ।
করিয়াছি ভরসা মনে, মুর্শীদ নি তরাইবায় ।।
কালাশা গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !