আমারে কেউ চিনতে গেলে, সোজা রাস্তা হয় যে ব্যাকা
বয়সে খোদ খোদার বড়, নামটি কিন্তু নীচে লেখা ।।
একং দশং শতং হাজার, চৌরাশি লাখের বাজার
সকল ঘরে দোকানদার, আমি মাত্র আছি একা ।।
দেখতে আমার মুখের হাসি, কত ব্যাটা জঙ্গলবাসী
লইয়াছে পিরীতের ফাঁসি, তবু নাহি পাইলো দেখা ।।
মুনশি আর মওলানা কাজী, আমি সবার নায়ের মাঝি
আমার সেফাত লেখতে আজি, অন্ত পায়না হাদীস ফেকা ।।
আমি রাখছি খোদার নাম, খোদায় করে আমার কাম
জালালে কয় সব বুঝিলাম, ভুল ভাঙিতেই বিষম ঠেকা ।।
জালাল গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !