কালা শাহ ফকীরের গান

কালাশা গীতিসমগ্র
তোমার ঘরেও সুখ নাই, বাইরেও সুখ নাই
কী জানি কী রোগ হইলো, তোরা দেখ লো,
সোনার অঙ্গ আমার হইলো কাল ।।
কেউ বলে বাতাস, কেউ বলে হাই হুতাশ,
ডাক্তারে সে রোগের পথ্য দিলো,
আমার রোগের কথা জানে ময়না ললিতা
কী কঠিন আক্তা সে যে বুলিয়া রহিলো ।।
সরলো মনে সরলো প্রাণে
পিরিতি করিয়া কই যে গেলো
আমি কইতে না পারি, সহিতে না পারি,
দারুনও পিরিতে আমারে দংশিলো ।।
আমারই বেদনা সে বিনে কেউ জানেনা,
ভুলিতে পারি না তারে ।
সেই বন্ধু বিনে রাত্র গো দিনে,
জ্বলছে অনল কে দিবে জলও ।।
তরা যাওনা তরাই করে, আন গিয়া তারে
বাঁশি হাতে বৈদ্য সে বুঝিয়া লয়,
আমি জানি মন ও প্রাণে
এইলায় রোগ চিনে,
সংসার জুড়িয়া যার ডাক পড়িলো ।।
কালাশায় বলে, মিলিয়া সকলে
আমারে নিয়ে তার সঙ্গে চলো
আমার প্রেমের বিষের বড়ি জানে শাহানূরী,
আশিকেরও রোগ সারিলো ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !