অন্ধকারের আগে ছিলেন সাঁই রাগে আলকারেতে ছিলো আলের উপর ।
ঝরেছিলো এক বিন্দু হইলো গভীর সিন্ধু ভাসিলো দীনবন্ধু নয় লাখ বছর ।।
অন্ধকার ধন্ধকার নিরাকার কুওকার
তারপরে হলো হুহুংকার ।।
হুহুংকারের শব্দ হলো ফেনারুপ হয়ে গেলো
নীর গভীরে সাঁই ভাসলেন নিরন্তর ।।
হুহুংকারে ঝংকার মেরে দীপ্তকার হয় তারপরে
ধন্ধ ধরেছিলেন পরোয়ার ।।
ছিলেন সাঁই রাগের উপর সু রাগে আশ্রয় করে
তখন কুদরতিতে করিলো নিহার ।।
যখন কুওকারে কুও ঝরে বাম অঙ্গ ঘর্ষণ করে
তাইতে হইলো মেয়ের আকার ।।
মেয়ের রক্ত বীজে শক্ত হলো ডিম্ব তুলে কোলে নিলো
ফকীর লালন বলে লীলা চমৎকার ।।
No comments:
Post a Comment
Your comments make me happy !