রুপের ঘরে ডুব দিয়ে দেখ - জালাল উদ্দিন

জালাল গীতিসমগ্র
রুপের ঘরে ডুব দিয়ে দেখ স্বরুপ ছাড়া নাই সাধন
স্বরুপ তোমার সেই রুপ বটে, ঘটে ঘটেই নিরঞ্জন ।।
স্বরুপে রুপ মিশে যাহার, হয়ে যায় একই আকার
কাষ্ঠ লোহা পুড়ে অঙ্গার, আগুনেতে হয় যেমন ।।
খোদার প্রেমে হয় আশেক, মনসুরে কয় আনতাল হক
অবশেষে আইনল হক, আমিই আমার নিরঞ্জন ।।
বুঝে দেখ ভাবের ঘরে, খেলছে খেলা চার রং ধরে
আলেফ হে মীম দাল অক্ষরে, যুগে যুগে হয় মিলন ।।
মোহাম্মদে আলেফ নাই, স্বরুপে মিশিলেন সাঁই
এক মীমে ঘেরিলো তাই, আহাম্মদের গুলবদন ।।
আউয়ালে আহাদ ইছিম, আহাম্মদে পাইলো জিছিম
কালেব লইয়া মীম, আলেপেতেই হয় গোপন ।।
আদমের হে উঠাইয়া নিলো, হাওয়াতে মিশায়ে দিলো
ধরা মানুষ অধর হইলো, জালালে কয় পাইনা এখন ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !