এ মানুষে সেই মানুষ আছে - রাধারমণ দত্ত

রাধারমণ গীতিসমগ্র
এ মানুষে সেই মানুষ আছে ভেবে দেখো মন
হৃদেরে চক্ষু খুইলে করো তারে আকিঞ্চন ।।
চিনিয়া গুরুর পদ কর রে সেবন
তাহা হইলে খুলিবে চক্ষু দেখবে রুপ জগৎ মোহন ।
হেলায় হেলায় কাল কাটাইলে না হবে দরশন
শ্রীরাধারমণের আশা রইবে অপূরণ ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !