আলিমুল গাইব খোদা - দুর্বিন শাহ

দুর্বিন গীতিসমগ্র
আলিমুল গাইব খোদা
সাফিউল মজনবী দয়াল নবী
নিজ নূরে করেছেন পয়দা ।।
ছিলেন নিরাকার, প্রভু করতার
আপনার এশকে হয়ে ফিদা
আহাদ হইতে আপন কুদরতে
জাতি নূর করেছেন জুদা ।।
ও নূর আহম্মদে যাইয়া সেতারা হইয়া
রাব্বুল আলমিনে করে সিজদা
শান্ত হইয়া মনে এশকেরই কারণে
দোস্ত বলিয়া করিলেন ওয়াদা ।।
একূল সেকূলে তব কৃপা বলে
তরবেন যত পাপী বান্দা
বলে দুর্বিন শায় চিনিনা তাহায়
ভবেরই মায়ায় রইয়াছি বাঁধা ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !