ডাক দেখি মন ডাকার মত - মনোমোহন দত্ত

মনোমোহন গীতিসমগ্র
ডাক দেখি মন ডাকার মত ।
ডাক শুনে সে আসে কিনা দেখবো রে তার দয়া কত ।।
ভক্তিভরে মধুর স্বরে, ডাক দেরে তায় প্রাণ ভরে,
না এসে কি থাকতে পারে, তারি প্রাণ ভক্ত গত ।
আকুল প্রাণে ডেকে তারে, কে কবে গিয়াছে ফিরে,
ভক্ত বৎসল দয়া করে, দেখলে পরে অনুগত ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !