প্রভু নিরঞ্জন কেমনেতে পাবো শ্রীচরণ - দুর্বিন শাহ

দুর্বিন গীতিসমগ্র
প্রভু নিরঞ্জন কেমনেতে পাবো শ্রীচরণ
তোমাকে দেখিবো বলে সদায় মনে আকিঞ্চন ।।
আজ কোথায় লুকি দিয়া, ডাকে দাসে কাতরে
শাস্ত্র ছেড়ে আকার ধরে দিও দেখা দাসেরে
দেখা দিতে দাসের তরে, আইনের কী বা প্রয়োজন ।।
এইদিক সেইদিক চাহি, তোমাকে দেখি যে দেখি না
হাত বাড়াইয়া ধরতে চাইলে ধরতে কেন পারি না
নিজে যদি ধরা দেও না, ধরবে আবার কোনজন ।।
ফরমাইয়াছো কোরাণেতে, আদম শহরে বাসস্থান
খুজে চাহিলাম নাহি পাইলাম মিছে শুধু অপমান
দুর্বিন শা হইয়াছে অজ্ঞান, দেখবার আশা অকারণ ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !