দুর্বিন সাঁইয়ের গান

দুর্বিন গীতিসমগ্র
প্রভু গো তুমি দয়াময়
তুমি দয়ার পাত্র, সৃজিয়া বিচিত্র
জীবেরে দয়া করো সব সময় ।।
তুমি সৃষ্টির স্রষ্টা, আমি কর্মনিষ্ঠা
জেনে পথভ্রষ্টা, পদে দেও আশ্রয়
আদ্যকাল অবধি, কত মহা অপরাধী
তোমার কৃপায় কত ব্যাধি মুক্ত হয় ।।
দিয়া প্রেম ঝংকার, ঘুচাও মম অন্ধকার
হোক নামের সঞ্চার, আমার হৃদয়
তুমি অখন্ডমন্ডল, ব্যাপিত সকল
দন্ডমুন্ডধারী, সর্বশাস্ত্রে কয় ।।
পীর অলি পয়গম্বর, যোগী ঋষি মুনিবর
নিতে তোমার খবর, আশার আশে রয়
কীট বৃক্ষ লতা, জীবজন্তু যথা
নিত্য নিত্য করো, সৃষ্টি স্থিতি লয় ।।
তৌরিত জবুর কোরাণ, বাইবেল বেদ পুরাণ
সর্বশাস্ত্রে প্রমাণ, তব জয় জয়
দাও হে দরশন, দুর্বিন শা অভাজন
ঘুচাও মায়া বাঁধন, করি গো বিনয় ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !