রাধারমণের গান

রাধারমণ গীতিসমগ্র
অরে পাষাণ মন রে জনমে হরির নাম ভোইলো না ।।
ঐ হরির নাম লইলেরে শমনের ভয় আর রবে না ।।
যখন ছিলে মার উদরে মহামায়ায় দামোদরে
মহামায়ার মায়ায় পড়ে গুরু কি ধন চিনলায় না ।।
মহামায়ার ছলে কেন রে মন ভুইলে রলে
এ দেহা প্রাণান্ত হলে ঘৃনায় কেহ ছোবে না ।।
ধন যত সব রবে পড়ি সিন্দুকে সব রবে পড়ি
মইলে নিবে কড়ার কড়ি আম্রকাষ্ঠ দুইচার খানা ।।
তীক্ষ্ণ আনল দিবে জ্বাইলে তার মাঝে পালাইয়ে
যতসব মায়া চাইলে সম্পর্ক কিছুই রবে না ।।
যে নামে কাল শঙ্কা যাবে তারে কেন ভোইলাছো রে
মিছে পরবাসে করতে আছো কালযাপনা ।।
কালগত যবে হবে দারাসুত কোথায় রবে
ভাইবে রাধারমণ বলে সঙ্গের সঙ্গী কেয় হবে না ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !