আহা চুরের ঘাটে নাও লাগাইয়া - রাধারমণ দত্ত

রাধারমণ গীতিসমগ্র
আহা চুরের ঘাটে নাও লাগাইয়া ভাবছো কি রে মন ।
ঐ নাও যতনে অতি গোপন সাধ রে অমূল্যধন ।।
হীরা মন মাণিক্য দিয়া দিলাম ভোরা চালাইয়া
গোনাবাছা কমতি হইলে কি দিয়ে বুঝাইমু মহাজন ।
আর দেখলাম দেশের এই দুর্দশা ঘরে ঘরে চোরের বাসা
এগো সে চুরায় কি যাদু জানে ঘুমের মানুষ করছে অচেতন ।।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
এগো গোনাবাছা কমতি হইলে কি দিয়ে বুঝাইমু মহাজন ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !