একি বিপদ হইলো গো - রাধারমণ দত্ত

রাধারমণ গীতিসমগ্র
একি বিপদ হইলো গো হরিনামটি লইবার আমার সময় নাই ।
ঘোর বিপদে পড়িয়া ডাকি হরি তোমার দয়া নাই ।।
ভাই বন্ধু যত ছিলো সময় দেখিয়া পলাইলো
চতুর্দিকে সব বিদেশী আপন দেশের কেহ নাই ।।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
যখন যমের চরে বাধিয়া নিবো তখন দিবে কার দোহাই ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !