তুমি আমার কুদরতে কামাল
তুমি আমার মূল দেবতা
তুমি আমার জুল জালাল ।।
তুমি আমার কৃষ্ণ কালী
করিম রহিম তোমায় বলি রে
তুমি রাসুল হজরত আলি
তুমি ব্রহ্মা বিষ্ণু কাল ।।
তুমি সীতা রাম লক্ষণ
তুমি ফাতেমা হাসন হুসন রে
তুমি চন্দ্র সূর্য আবরণ
তুমি মোর আকাশ পাতাল ।।
জগাই মাধাই তোমায় জানি
তুমি গৌরাচাঁদ গুণমণি রে
তুমি আবদুল কাদের জিলানী
মঈনউদ্দীন আর শাহজালাল ।।
তুমি আমার জন্মদাতা
তুমি আমার মাতাপিতা রে
তুমি স্ত্রী পুত্র লতা ভ্রাতা
বলে দুর্বিন শা কাঙাল ।।
No comments:
Post a Comment
Your comments make me happy !