দুর্বিন শাহ ফকীরের গান

দুর্বিন গীতিসমগ্র
আউজুবিল্লাহ বিসমিল্লাহ
রহমানুর রাহিম আল্লাহ ।
লা-ইলাহা ইল্লালা ॥
কুলহু আল্লহু আহাদ
আল্লাহু সামাদ
সঙ্গী নাই কেউ একেলা।
পড়ি দরুদও সালাম
মোহাম্মদ মোস্তফা নাম
পাক পাঞ্জাতন সঙ্গে রহিলা।।
আরশ কুরসি লওহে মাহফুজ
আকাশ পাতাল চন্দ্র সুরুজ
বেহেশত দোজখ আদি সৃজিলা।
এক লাখ চব্বিশ হাজার
পয়গাম্বর এ দুনিয়ার
আর যত ওলি আল্লা।।
জিন ইনসান ফেরেস্তা
মুর্শীদ মাতা পিতা
ভবে যত খলকুল্লা ।
বলে পাগল দুর্বিন শা
মনে রাখি আশা
চাই মাগফেরাত শেষের বেলা ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !