রাধারমণের গান

রাধারমণ গীতিসমগ্র
অজ্ঞান মন, কৃষ্ণ ভক্তিরসে কেন ডুবলে না ।।
কেন দেখে শুনে কেন মজলে না ।।
কৃষ্ণভক্তি সুধাময় ব্রজবাসী যে জানয়
প্রহ্লাদ আদি উদ্ধব নারদ নারদাদি যে ভক্তি বাঞ্ছয়
সুদুর্লভ কৃষ্ণভক্তি তায় কেন মন মজলে না ।।
কৃষ্ণ রসময়, ও মন মরিলে জিলে হয়
নিষ্কৈতবের সাধন ভজন রিপুর বশে নয়
ইন্দ্রিয়জিতের সাধন ভজন আজু হবে না ।।
শ্রীরাধারমণ কয় সাক্ষী আছে অগ্নিকুন্ডে প্রহ্লাদ মহাশয়
যার হইয়াছে কৃষ্ণ ভক্তি তার কি আছে ভাবনা ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !