আমি যারে ভালবাসি - জালাল উদ্দিন

জালাল গীতিসমগ্র
আমি যারে ভালবাসি, সে যে রুপের পূর্ণশশী
কাজ নাই আমার গয়াকাশী, ভাগ্যে যদি মিলে তারে ।।
তপ লোকের দক্ষিণ ধারে, জন লোকের শেষ
সত্য লোকের সন্নিকটে, সুন্দর আমার বধুয়ার দেশ ।।
সদা যারে পাইবার আশায়, পাগল হয়ে রুপের নেশায়
দিন কাটাইলাম প্রবঞ্চনায়, দম থাকতে আর ঘটলোনা রে ।।
প্রেম সাগরের উপকূলে, রূপের নদীর মোহনা
তটে কল্পতরুমূলে, সাধু করে সাধনা ।।
ভাব তরঙ্গ উজান মুখে, ধেয়ে চলে প্রাণের বুকে
ছুটাছুটি করছে সুখে, রসিক বিনে জানে নারে ।।
পারে থেকে ঢেউ গনিয়ে, হইলো কত সন্ন্যাসী
ঝাপ দিয়ে তার অগাধ জলে, অনেক মরা গেছে ভাসি ।।
কান্নাকাটির কোলাহলে, কান ফেটে যায় ভূমণ্ডলে
ভেবে জালাল উদ্দিন বলে, এদেশ থেকে নেও আমারে ।।

No comments:

Post a Comment

Your comments make me happy !