শোনো আমার গুরুধন, করি আমি নিবেদন

কালাশা গীতিসমগ্র
শোনো আমার গুরুধন, করি আমি নিবেদন
আদম সৃষ্টি হইলো কি কারণ ।।
এবাদত বন্দেগী যত ফেরেশতারা শত শত
করে তারা যাবত জীবন ।
খানাপিনা জিনা নাই, দিবানিশি করে সাঁই
তবে কেনে আদম গড়ে বলিয়া দেও এখন ।।
আব আতস খাক বাতে, আদম বানাইলো সাধে
ফেরেশতারা নূরেরই গঠন ।
বানাইয়া আদম সফি, হুকুম দেয় ফেরেশতা সবই
কর সিজদা আদমেরে কিসেরই কারণ ।।
পাতালে শয়তান হইলো, আরশ তাকও গিয়াছিলো
কত লাখ বন্দেগী হইলো বলো বাবাধন ।
আদমরে না দিলো ভক্তি, আখেরে না হবে মুক্তি
কে তারে দিলো যুক্তি, কে ছিলো তখন ।।
আকার বিকারও নাই, কোন কলে আছে সাঁই
আমি গুরু শুনতে চাই, আমি কি ছিলাম তখন ।
কালাশায় কয় পরশমণি, গুরু বিনে কে হইছে ধনী
আমিই তোমার ভক্ত গুরু, তুমি মূলধন ।।
কালাশা গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !