রাধারমণ গীতিসমগ্র
কাঙাল জানিয়া পার করো
দয়াল গুরু জগতো উদ্ধারো ।।
আকাশেতে থাকো গুরু পাতালেতে ধরো
আমি বুঝিতে না পারি তোমার মহিমা অপারো ।
সাপ হইয়া দংশো গুরু উঝা হইয়া ঝাড়ো ।
রমণী হইয়া গুরু পুরুষের মন হরো
ভাইবে রাধারমণ বলে অসার সংসারো
তুমি জগতে তরাইলায় গুরু আমি রইলাম পারো ।
রাধারমণ গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !