এশকে মজে আদম তনে, আপে মওলায় রঙ্গ খেলায়

কালাশা গীতিসমগ্র
এশকে মজে আদম তনে, আপে মওলায় রঙ্গ খেলায় ।
এশকো জোশে গাউস কুতুব হইলো কত দুনিয়ায় ।।
এলাহীর এশকো ছায়া, গড়িলো আদম কায়া ।
এশকো মায়া লাগায়া ফিরায় কত জঙ্গলায় ।।
এশকোবাজি আজব লীলা, চিনলিনা তুই ও মনভোলা ।
এশকে মজে লাইলি মজনু ছাড়ে বাদশাই দুনিয়ায় ।।
এশকোবাজি কি কারসাজি, জানেনা শরার কাজী ।
এশকো হইতে আল্লা রাজি, কোরানেতে পাওয়া যায় ।।
গড়িয়া আদম ছবি, হুকুম দেন ফেরেশতা সবই ।
করো সেজদা আদমেরে মওলাজির এশকের দায় ।।
দেখ ভাই প্রেমিকগণ, এশকো ভবে কেমন ধন ।
কালাশার পাগল মন, আশকী নাই তার হায়রে হায় ।।
কালাশা গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !